ভোলায় মহান মে দিবস-২০২৪ উপলক্ষে জেলা পুলিশের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
আজ বুধবার (০১ মে) মহান মে দিবস-২০২৪ উপলক্ষে জেলা প্রশাসন ভোলার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফুজ্জামান, জেলা প্রশাসক, ভোলা, সভাপতিত্ব করেন জনাব মোঃ আলমগীর হুসাইন,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,ভোলা।
এ সময় ভোলা জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,জেলা পুলিশের কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
0 coment rios: