ভোলাসহ ৬ জেলাকে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশেষ প্রস্তুতির নির্দেশ
দেশের ছয় জেলাকে ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই ঘূর্ণিঝড় নিয়ে এ পর্যন্ত প্রাপ্ত পূর্বাভাস ও ভূমি অতিক্রমের সম্ভাব্য এলাকার ভিত্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলা।
২৫ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সভায় এ নির্দেশ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। গত শুক্রবার ২৪ মে গভীর রাতে গভীর নিম্নচাপ সৃষ্টির কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। ২৫ মে সন্ধ্যায় এ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমাল এ রূপ নিতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদেরা।
তাই ভোলাসহ ৬ জেলাকে ঘূর্ণিঝড় প্রস্তুতির জন্য বিশেষ নির্দেশনা ও আবহাওয়ার অবস্থার অবনতি হলে সিপিপি স্বেচ্ছাসেবকদেরকে লোকজনকে ঘূর্ণিঝড় নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
0 coment rios: