তজুমদ্দিনে ঘূর্ণিঝড় বিষয়ক সচেতনতামুলক মাঠ মহড়া অনুষ্টিত
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন,ভোলা প্রতিনিধি
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি) তজুমদ্দিনের মাঠ মহড়া-২০২৪ অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার ২৩ শে মে বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহি কর্মকতা শুভ দেবনাথের সভাপতিত্বে তজুমদ্দিন স্টুডিয়াম মাঠে অনুষ্ঠিত মহড়ায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে প্রদান ও শুভ উদ্ভোধন করেন, ভোলা- ৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথির বক্তব্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, ১৯৭০ সালের প্রলয়ঙ্ক ঘূর্ণিঝড়ে তজুমদ্দিন উপজেলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। তখন সচেতনতার অভাবে এতো প্রাণহানি হয়েছে। ১৯৭০ সালের ঘূর্ণিঝড়টি আঘাত হানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ঘূর্ণিঝড়ের পরপরই তিনি নির্বাচনী কার্যক্রম বন্ধ রেখে প্রায় দুই সপ্তাহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ও জনগণের পাশে দাঁড়ান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই আজকে স্মার্ট বাংলাদেশ এর কারণে মানুষ অনেক সচেতন। তাই এখন ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দূর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কম হচ্ছে। ডিজিটাল পরবর্তীতে স্মার্ট বাংলাদেশের তা করা সম্ভব হয়েছে বলে আমরা মনে করি।
অন্যানের মধ্যে মহড়ায় উপস্থিত ছিলেন, ভোলা জেলা নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল,তজুমদ্দিন উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আমিন মহাজন ,ওসি আনোয়ারুল ইসলাম , তজুমদ্দিন ফায়ার সার্ভিস স্টেশন এর পরিচালক কামরুল ইসলাম জাকির,সিপিপির পরিচালক টুটুল তালুকদার, বিভিন্ন ইউনিয়নের
0 coment rios: