ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
০১ মে শ্রমিক দিবস-২০২৪ উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা উত্তর শাখার উদ্যোগে ১লা মে"২৪ রোজ বুধবার ভোলা জেলার কালিনাথ রায়ের বাজারে শ্রমিক সমাবেশ ও র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী।
সকাল ১০ ঘটিকায় ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার চত্ত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম পাটোয়ারী'র সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আতাউর রহমান মোমতাজী বলেন, ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন ছাড়া অন্য কোনোভাবে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায় হবে না। আজ দেখুন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এই দিবসের মধ্যে ও একদল শ্রমজীবী মেহনতি মানুষ তীব্র তাপদাহে একমুঠো ভাতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে রিকশা, কৃষি কাজ ইত্যাদি করে তাদের ভারত জোগাড় করতে হচ্ছে। তবে মানুষের খাদ্য হলো মৌলিক চাহিদা, তাই এই মৌলিক চাহিদা অবশ্যই দেশ প্রধানকে বহণ করা উচিত। কিন্তু তারা তা করতেছেন না।
তারা আরো এই শ্রমজীবী মেহনতি মানুষকে পুঁজি করে ব্যবসা বাণিজ্য করেই চলেছেন। আমাদের দেশে শ্রমজীবী মেহনতি মানুষদের বেতন কাঠামো ও ঠিকমতো দেয় না। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার ন্যায্য পারিশ্রমিক দিয়ে দাও। কিন্তু তা তো হচ্ছেই না। উল্টো দেরিতে এবং কম বেতন ও সময় সাপেক্ষে তাদের সাথে ঘোর অন্যায় করা হচ্ছে। প্রথম শ্রমিকরা তাদের কর্ম ঘন্টা ৮ ঘন্টার জন্য আন্দোলন করেছেন। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। তারা আগের মতো ১২-১৪ ঘন্টা কাজ করেই যাচ্ছেন
তাই বাংলাদেশসহ সকল দেশে ইসলামী নিয়মনীতি ছাড়া শ্রমজীবী মেহনতি মানুষ ও সকল শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা অসম্ভব।
জেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোর্শেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, জয়েন্ট সেক্রেটারি মুফতি আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান,জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন জেলা ভারপ্রাপ্ত ছাত্র যুব বিষয়ক সম্পাদক এইচ এম ইব্রাহিম আরিফ,জাতীয় শিক্ষক ফোরাম জেলা সহসভাপতি মাওলানা সামছুল আলম চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা পৌরসভা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন সবুজ,জেলা জয়েন সেক্রেটারি ইঞ্জিনিয়ার মিরাজুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা সভাপতি মোঃ বশির পাটোয়ারী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
0 coment rios: