ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৪ , রোজ বুধবার বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা সদরস্থ ৫নং বাপ্তা ইউনিয়ন শাখার উদ্যোগে গরীব অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাপ্তা ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেন মনসুর, এইচ এম ইব্রাহিমের সঞ্চালনায় প্রধান অতিথর বক্তব্য পেশ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি, মাওলানা আতাউর রহমান মমতাজি।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তরের সহ-সভাপতি, মাওলানা শামসুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক শিক্ষকনেতা মাহাদী হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানার সেক্রেটার জহুরুল ইসলাম ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা পৌর কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সবুজ, বাপ্তা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, অর্থ সম্পাদক ফিরোজ আহমাদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন,"রাষ্ট্রের একজন নাগরিক যদি ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয় এটার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হয়। ইসলামী রাষ্ট্রের মূল দায়িত্ব নাগরিকের কল্যাণ। কিন্তু আমরা যে রাষ্ট্রে বসবাস করি এ রাষ্ট্রের দায়িত্বশীলরা নিজেদেরকে সেবক থেকে মালিক রূপান্তরিত করেছে তাই জনগণ খেয়ে আছে নাকি না খেয়ে আছে সেদিকে কোন ভ্রক্ষেপ করছে না। ভোট বিহীন ক্ষমতায় আসলে তখন আর জনগণকে তোয়াক্কা করে না। তাই দেশের নাগরিক হিসেবে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নতুবা আমাদের ভোটকে ডাকাতের দল এভাবে ছিনতাই করতে থাকবে।
অনুষ্ঠান শেষে গরীব অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়েছে।
0 coment rios: