Friday, March 15, 2024

তজুমদ্দিনে জেলে পুর্নবাসনের ৭২০ কেজি চাল জব্দ

 



তজুমদ্দিনে জেলে পুর্নবাসনের ৭২০ কেজি চাল জব্দ

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি গ্রামের একটি বসত ঘর হতে জেলে পুর্নবাসনের ২৪ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার। ১৫ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তজুমদ্দিন থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সুত্র জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা জেলে রবিউল ও তার জামাতা আবদুস শহিদ তাদের বসত ঘরে এসব চাল রক্ষিত ছিলো। সংবাদ পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা শুভ দেবনাথ ও উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন এবং তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম পুলিশসহ অভিযান চালিয়ে সরকারি সিল মোহর ষকৃত ২৪ বস্তায় ৭২০ কেজি চাল উদ্ধার করেন। এসময় ওই ঘরের বাসিন্দা নারী পুরুষ সবাই পালিয়ে যান। পরে উদ্ধারকৃত চাল উপজেলা মৎস্য কর্মকর্তার হেফাজতে থানায় নিয়ে আসা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। একটি সুত্র দাবী করেছে, প্রতিবছর জেলে পুর্নবাসনের চাল বিতরণকালে ট্যাগ অফিসারের দায়িত্বে অবহেলার কারণে ইউনিয়ন পরিষদের একটি সিন্ডিকেট জেলেদের নামে বরাদ্ধকৃত চাল পরিমাণে কম দেয়াসহ অসংখ্য জেলেদের না দিয়ে কালো বাজারে বিক্রি করা হয়। এর আগেও একাধিকবার সরকারি চাল জব্দ করা হলেও কালোবাজারী সিন্ডিকেট ধরা ছোয়ার বাইরে রয়ে যায়। সাধারণ জেলেদের দাবী, সঠিক তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: