চরফ্যাশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ ও ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে
এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার বিকাল ৩ঘটিকার সময় চরফ্যাশন ব্রজ গোপাল টাউন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আলাউদ্দিন তালুকদার এর সভাপতিত্বে জেলা দ্বি-বার্ষিক ২০২৫ সম্মেলন ও ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হজরত মাওলানা মুহাম্মদ গাজী আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নজিবুল্লাহ সরকার।
উক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে হজরত মাওলানা মুফতি নুরউদ্দিন, সহ-সভাপতি হিসেবে মাওলানা গোলাম মোরশেদ, সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মুহাম্মদ আব্বাছ উদ্দিন নির্বাচিত হয়েছেন।
উক্ত সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার আওতাধীন সকল থানা, ইউনিয়ন, ওয়ার্ড এর সদস্য, দায়িত্বশীলসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
0 coment rios: