তজুমদ্দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শহীদদের স্মরণে খতমে কোরআন, দোয়া মাহফিল ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তজুমদ্দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও বিজয় র্যালির আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সকাল ৯ শশীগঞ্জ উত্তর বাজার জামে মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও সকাল ১০ ঘটিকায় শশীগঞ্জ উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিজয় র্যালি শুরু হয়।
বিজয় র্যালিপূর্ব উত্তর বাজার জামে মসজিদে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া শহীদদের স্মরণে তাদের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খতমে কোরআন , দোয়া মাহফিল শেষে বিজয় র্যালিটি শশীগঞ্জ উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তজুমদ্দিন উপজেলা পরিষদের অডিটরিয়াম এর সামনে এসে শেষ হয়।
উক্ত খতমে কোরআন ,দোয়া মাহফিল ও বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুদ্দিন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি এম রাসেল আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ এম হাছনাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমেদ, সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, সদস্য এম জুয়েল মোল্লা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সহ-সভাপতি মাকসুদুল ইসলাম, সদস্য ফুয়াদ হোসেন, সোহেল আহমেদ, রাসেল আহমেদ, মোরশেদুল ইসলাম,আবুল কাশেমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল অঙ্গ সংগঠনের উপজেলা শাখার সদস্য দায়িত্বশীল এবং নেতৃবৃন্দগণ।
0 coment rios: