Monday, November 11, 2024

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে ভোলার গ্যাস ভোলায় চাই ও ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

ভোলার গ্যাস ভোলায় চাই ও ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান 


এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি 


ভোলার গ্যাস ভোলায় চাই ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোব মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর।

সোমবার ১১ নভেম্বর সকাল ১১ টায় ভোলা হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে ইন্ট্রাকো কর্তৃক অবৈধ চুক্তি বাতিল ও ভোলা জেলার সকল উপজেলার সকল বাসা বাড়িতে গ্যাস সংযোগের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলার গ্যাস ভোলায় চাই আন্দোলন ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির আহবায়ক ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান বিন মোস্তফা। 

এ সময় আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, যুগ্ম-সেক্রেটারি মাওলানা মুফতি আব্দুল মমিন, ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা গোলাম মোর্শেদ, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল,সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউছুফ আদনান,পৌর সভাপতি মাওলানা আক্তার হোসেন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আবু জাফর প্রমূখ।


এ সময় বক্তারা বলেন, ভোলা জেলা সকল বাসা বাড়িতে গ্যাস সংযোগের দাবি আজকের নয়, এটি ভোলাবাসীর দীর্ঘ দিনের দাবি, ভোলায় গ্যাস পেয়েছে প্রায় ৩৪ বছর হলো। কিন্তু এখনো বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না। যে সমস্ত রাইজার দেয়া হয়েছে সেগুলো ১০ বছরের মতো হয়েছে সুন্দরবন গ্যাস কোম্পানি সেগুলো দিচ্ছে না। ভোলা থেকে ইন্ট্রাকো অবৈধ চুক্তির মাধ্যমে সিলিন্ডারে করে ঢাকায় নিয়ে যাচ্ছে। তারা আমাদের থেকে ১৬ টাকায় গ্যাস নিয়ে সেই গ্যাস ৪৮ টাকায় বিক্রি করছে। পুনরায় সেই গ্যাস ভোলার মানুষ বেশি দামে ক্রয় করছে। আমরা বলতে চাই বিগত দিনের সরকারের সাথে যে চুক্তি সেই চুক্তিটি এখন আর থাকতে পারে না। ইন্ট্রাকো কিভাবে ভোলা থেকে গ্যাস নেয় এটা ভোলাবাসী জানতে চায়। আমরা ইন্ট্রাকোর সাথে সকল চুক্তি বাতিলসহ আগামীতে ইন্ট্রাকোর কোনো গাড়ি ভোলাতে আসতে পারবে না এবং ভোলা থেকে গ্যাস নিতে পারবে না বলেও তিনি হুশিয়ারি দেন এবং ভোলা- বরিশাল বিভাগকে শিল্পয়ন করার জন্য ও ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের ২২ লক্ষ ভোলাবাসীর দীর্ঘ দিনের দাবি তা এই সরকার যেনো বাস্তবায়ন করে তার জন্য আমাদের আজকের এই কর্মসুচি।

পরে তারা ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে জ্বালানি উপদেষ্টা বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন।

   


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: