ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
গত ০৫ অক্টোবর ২৪ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতখান উপজেলা শাখার সদস্য এবং গত কয়েক দিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমিন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ০৬ অক্টোবর বাদ মাগরিবের পর ভোলা খলিফা পট্টি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার একাধিক নেতৃবৃন্দ জানান,ভোলায় এক ঘণ্টার নোটিশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
গতকাল শনিবার চরপাতা ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী মোঃ হাবিবুর রহমানের উপর স্থানীয় বিএনপির প্রভাব খাটিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। আগামীকাল ০৭ অক্টোবর ২০২৪ সোমবার আসরের পূর্ব মুহূর্ত পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারলে বাদ আসর থানা অভিমুখে বিক্ষোভ মিছিল করবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের নেতৃবৃন্দগণ।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়েদ বিন মোস্তফা,ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, সেক্রেটারি জেনারেল মাওলানা তরিকুল ইসলাম তারেক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার দায়িত্বশীল,সদস্যগণসহ সকল অঙ্গ সংগঠনের দায়িত্বশীল সদস্যরা এবং সর্বস্তরের জনগণ।
0 coment rios: