ভোলার ভেদুরিয়ার মুসলিম পন্ডিত বাড়িতে আগুন লাগার ঘটনাকে হিন্দু বাড়িতে মুসলিমরা আগুন লাগিয়ে দিয়েছে বলে অপপ্রচার
এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
ভোলার ভেদুরিয়ার পন্ডিত বাড়িতে গত ২ দিন আগে একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও ২ দিন আগে পোস্ট করে এক ব্যক্তি লিখেছেন, "ভোলা ভেদুরিয়া ৪ং ওয়ার্ড টেকেরহাট পন্ডিতবাড়ি, আজ রাত আনুমানিক ২:১৫- এ সময় কারেন্ট থেকে আগুন লেগে দু'টি ঘর পুড়ে ছাই হয়ে গেলো! Even দু'টি ঘর থেকে কিছুই বের করার সুযোগ হয়নি কারো" ।
বাংলাদেশ ও ভারতের বিভিন্ন হিন্দু আইডি, পেজ ও গ্রুপে ঐ ব্যক্তির ভিডিও সংযুক্ত করে ঘটনাটিকে 'ভোলায় হিন্দু বাড়িতে মুসলিমরা আগুন দিয়েছে' দাবি করে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ভয়েস অব বাংলাদেশি হিন্দুস এবং কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমণ দাস সহ অনেক সিরিয়াল প্রোপাগান্ডিস্ট এই ভিডিও একই দাবিতে এক্সে প্রচার করছে।
তবে, এই বাড়িটি কোনো হিন্দু বাড়ী নয়। এটি একটি মুসলিম বাড়ী। এই ভিডিও প্রথম আপলোডকারী ব্যক্তি দুদিন আগেই একটি কমেন্টে বাড়িটি রফিক এবং নুর হোসেন পন্ডিতের বাড়ি বলে উল্লেখ করেছে।
ওই ভিডিওকে হিন্দু বাড়িতে আগুন বলে উল্লেখ করার বিষয়ে তাকে জানালে সে জানায় – তাদের গ্রামে কোনো হিন্দুই নেই। ওই বাড়িটি মুসলিম বাড়ি।
বাংলাদেশি ফ্যাক্ট চেকিং রিউমার স্ক্যানার নামক একটি সংস্থা জানান, এ বিষয়টি নিয়ে রিপোর্ট করা ভোলার এক স্থানীয় সাংবাদিকের সাথেও আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন, এটি একটি মুসলিম বাড়ি। গত দুদিন আগে বাড়িটিতে আগুন লাগে। গভীর রাতে আগুন লাগায় কিভাবে এটা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কেউ কেউ ভাবছে প্রতিবেশীর সাথে জমি নিয়ে বিবাদ থেকে আগুন লাগানো হতে পারে,আর কেউ কেউ ভাবছে বৈদ্যুতিক কারণে আগুন লেগে থাকতে পারে। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে একই পরিবারের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছিল, সে সময় একজন শিশু নিহত হয়।
অর্থাৎ, ভোলার একটি মুসলিম বাড়িতে আগুন লাগার ঘটনার ভিডিওকে 'হিন্দুদের বাড়ীতে মুসলিমরা আগুন দিয়েছে ' বলে অপপ্রচার করা হয়েছে।
0 coment rios: