তজুমদ্দিনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রসাশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজাঁ। আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষে তজুমদ্দিন উপজেলার সম্মেলন সভা কক্ষে ২৯ সেপ্টেম্বর ২০২৪ রবিবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তজুমদ্দিন উপজেলা প্রসাশনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে প্রসাশনিক ভাবে আমাদের যা যা করার দরকার আমরা তা তা করব।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ পুলিশ তজুমদ্দিন থানার ওসি আনোয়ারুল ইসলাম, তজুমদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা,ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি হারুন উর রশীদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার তথ্য ও গবেষণা সম্প্রচার বিষয়ক সম্পাদক এইচ এম হাছনাইন,সভাপতি রাসেল আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি আবদুর রব, চাঁদপুর ইউনিয়ন সভাপতি মহিউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু,পূজা উদযাপন পরিষদ কমিটি ও জাতীয় হিন্দু মহাজোট তজুমদ্দিন উপজেলার বিভিন্ন হিন্দু নেতাকর্মী এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
0 coment rios: