Sunday, September 15, 2024

ডিজিএনএম মহাপরিচালকের পদত্যা'গের দা'বিতে ভোলায় নার্সদের মা'নবব'ন্ধন অনুষ্ঠিত হয়েছে


 ডিজিএনএম মহাপরিচালকের পদত্যা'গের দা'বিতে ভোলায় নার্সদের মা'নবব'ন্ধন অনুষ্ঠিত হয়েছে

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি 

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের (ডিজিএনএম) মহাপরিচালক মাসকুরা নূরের পদত্যাগের দাবিতে ভোলায় নার্সিং শিক্ষার্থী ও কর্মকর্তা মানববন্ধন করেছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ১১টায় ভোলা সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নার্সরা। এতে ভোলা সদর সদর হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স, ভোলা নার্সিং ওমিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।



মানববন্ধনে সভাপতিত্ব করেন ভোলা নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর আফজাল হোসেন ।


মানববন্ধনে বক্তব্য রাখেন নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ নন্দা রানী দাস, ভোলা সদর জেনারেল হাসপাতালের নার্সি সুপারভাইজার নাছিমা বেগম, লাইলী খাতুন, ভোলা সিভিল সার্জেন অফিসের এডিপিএইচএন নাসিমা আক্তার, ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোসা. আরিফুন্নেসা, ইসরাত জাহান ইপা, সৌরভ,রাইহান, ইমরান হোসেন, সাবিকুন নাহার, মিশু দত্ত, আল মামুন, পপি আক্তার প্রমুখ। 



এ সময় তারা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ডিজিএনএমের মহাপরিচালক মাসকুরা নূর আমাদের নার্সদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি যদি নার্সদের যোগ্যতা সম্পর্কে জানতেন তাহলে এই প্রশ্ন তুলতেন না এবং অধিদফতর থেকে পালাতেন না। 



ডিজিএনএমের মহাপরিচালক বলেছেন, নার্সদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দিয়ে সরকার ভুল করেছে। আমরা তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। মহাপরিচালককে পদত্যাগসহ অধিদফতর থেকে অপসারণ করতে হবে।


তারা আরো বলেন, আমরা এইচএসসি পাস করে, ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে লাইসেন্স পরীক্ষা ও নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বিতীয় শ্রেণির মর্যাদার পেশা সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগদান করি। যোগ্যতা অনুযায়ী নার্সদের মূল্যায়ন করতে হবে। নার্সিং থেকে ডিজিএনমে আমাদের পদায়ন করতে হবে। মহাপরিচালক (ডিজিএনএম) মাসকুরা নূরের পদত্যাগ, ডিজিএনএমসহ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সব নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের করতে হবে।


বক্তাদের দাবি, নার্সিং থেকে অধিদফতরে আমাদের পদায়ন করতে হবে। অধিদফতরে যেন নার্সরা বসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কারণ বহিরাগত কর্মকর্তাদের জন্য নার্সিং পেশার কোনো উন্নতি হচ্ছে না। তারা আমাদেরকে খেলনার পুতুল বানিয়ে রেখেছেন। বিভিন্ন হাসপাতালে পদায়নের নামে তারা ঘুষ বাণিজ্য করছেন। আমাদের পদায়ন করলে তাদের ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে বলেই নার্সিং থেকে অধিদফতরে নার্সদের পদায়ন করা হচ্ছে না।


মানববন্ধন থেকে বলা হয়, প্রধান উপদেষ্টার একটি নার্সিংয়ের প্রতিষ্ঠান রয়েছে। আমরা আশা করি তিনি নার্সদের দরদ ও দাবি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: