তজুমদ্দিনে মহানবী সাঃ কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি ও হযরত আয়েশা রাদিআল্লাহু আনহু কে নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বোরহানউদ্দিন উপজেলা। বুধবার ০৩ এপ্রিল যোহরের নামাজের পর দুপুর ০২ টা ১৫ মিনিটের সময় ভোলার বোরহানউদ্দিন উপজেলার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে বোরহানউদ্দিন বাজার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বোরহানউদ্দিন দক্ষিণ বাসস্ট্যান্ডে এসে সমবেত হয়। পরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে কঠোর আইন পাস ও অভিযুক্ত বাসু দাসকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বোরহানউদ্দিন উপজেলা। পরে মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বোরহানউদ্দিন উপজেলার সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক ও সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মুসলিম জনতা। উল্লেখ্য, গত ২২ মার্চ তজুমদ্দিন উপজেলার এক ব্যক্তির ফেসবুক পোস্টে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও হযরত আয়েশা রাদিআল্লাহু আনহু কে নিয়ে অশ্লীল মন্তব্য করে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন এর আওতাধীন দক্ষিণ খাসেরহাটের বাসিন্দা উগ্রবাদী হিন্দু বাসু দাস নামে এক যুবক। উক্ত পোস্টে মন্তব্যের পরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন তজুমদ্দিনসহ ভোলা জেলার ধর্মপ্রাণ মুসলমানরা।
0 coment rios: