ভোলায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় ও শীতল পানি, শরবত বিতরণ
এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
ভোলায় বৃষ্টির জন্য জাতীয় উলামায়ে মশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের আপক্ষ থেকে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় ও আগত মুসল্লি এবং পথচারীদের মাঝে শীতল পানি, শরবত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ভোলা বাংলা স্কুল মাঠে খোলা আকাশের নিচে তীব্র পোখর রোদে সালাতুল ইস্তিস্কা’র নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিদরা কেঁদে কেঁদে মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।
এ নামাজে ইমামতি করেন ভোলা কাবিল মারকাজ মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত বৃষ্টির জন্য আগামী শুক্রবার ও শনিবার একই স্থানে সকাল ৯ ঘটিকার সময় এ নামাজ আদায় করা হবে। তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা করে এ নামাজে মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান মোনতাজী বলেন, মহান আল্লাহ তায়ালা মানুষের সৃষ্ট অতিরিক্ত গুনাহের জন্য বিভিন্নভাবে প্রকৃতিক দূর্যোগ দিয়ে থাকেন। তার মধ্যে অন্যতম হলো তীব্র তাপদাহ। এ তীব্র তাপদাহে মানুষসহ পশু পাখি ও গাছ পালা তীব্র গরমে অতিষ্ঠ । তাই আমরা এই তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে কল্যাণকর বৃষ্টির জন্য সালাতুল ইস্তিকার নামাজ আদায় করেছি।
জাতীয় ওলামা মাসায়েখ পরিষদ, ভোলা জেলা উত্তর এর জয়েন্ট সেক্রেটারি মাওলানা আকতার হোসেন ভুইয়া জানান, মহান আল্লাহ তায়ালা আমাদের সৃষ্ট অতিরিক্ত গুনাহের কারনে মাঝে মধ্যে এইসব দূর্যোগ দিয়ে মহান আল্লাহ তায়ালার দিকে মানুষকে ফিরাতে চান। তাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত বৃষ্টির জন্য সালাতুল ইস্তিকার নামাজ আদায় করা হয়েছে। সরকারি দপ্তর থেকে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এমতাবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ করে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার আয়োজন করা হয়েছে। নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে যেনো এই অবস্থার পরিবর্তন করেন। তিনি আরো বলেন, কয়েক দিনের টানা তাপদাহে পুড়ছে রাজধানীসহ সারা দেশ। আর এই তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় করা হয়। ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি, মাওলানা তরিকুল ইসলাম তারেক বলেন, আমরা সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করেছি, ইনশাল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ভালো একটি ফয়সালা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন উপজেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ হাছনাইনসহ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও ইসলাম আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তীব্র তাপদাহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে নামাজে আগত মুসল্লি ও পথচারী তৃষ্ণার্ত মানুষের মাঝে শীতল পানি ও শরবত বিতরণ করা হয়।
0 coment rios: