ভোলা সরকারি কলেজ যুব রেডক্রিসেন্ট টিমের ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে, ‘যুব রেডক্রিসেন্ট সোসাইটি, ভোলা সরকারি কলেজ টিম। সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে আগত প্রায় অর্ধশতাধিক সহায়হীনদের হাতে এ ইফতার সামগ্রী তুলে দেন, প্রধান অতিথি ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল গফুর। ইফতার সামগ্রী বিতরণী সভায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও যুব রেডক্রিসেন্ট কলেজ টিমের সম্পাদক মো. জামাল উদ্দীন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লাহ্ স্বপন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন যুব রেডক্রিসেন্ট সোসাইটি’র কলেজ দলনেতা মো রায়হান ও উপ-দলনেতা মো. তাওহীদ’সহ কলেজ টিমের অন্যান্য সদস্যবৃন্দ।
0 coment rios: