তজুমদ্দিনে তজুমদ্দিনে মহানবী সাঃ কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল
এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি ও হযরত আয়েশা রাদিআল্লাহু আনহু কে নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে ভোলার দৌলতখানে বিক্ষোভ মিছিল করেছে দৌলতখান ওলামা ও আইম্মা ঐক্য পরিষদ।
শুক্রবার ২৯ শেষ মার্চ সকাল জুমার নামাজের পর ভোলার দৌলতখানের দৌলতখান ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের আয়োজনে দৌলতখান বাজার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাবাজার এসে সমবেত হয়।
পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে কঠোর আইন পাস ও অভিযুক্ত বাসু দাসকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় শিক্ষার্থীরা। পরে মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক ও সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মুসলিম জনতা।
উল্লেখ্য, গত ২২ মার্চ তজুমদ্দিন উপজেলার এক ব্যক্তির ফেসবুক পোস্টে মহানবী (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ কমেন্টস করে বাসু দাস নামে এক যুবক। বাসু দাস তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা, পারু গোপাল দাসের ছেলে। কমেন্টসটির পরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন ধর্মপ্রাণ মুসলমানরা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল
0 coment rios: