ভোলার তজুমদ্দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এইচ এম হাছনাইন,তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি
দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসেরহাটের বাসিন্দা বসু দাস কর্তৃক আমাদের প্রাণ প্রিয় বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও হযরত আয়েশা (রাঃ) নিয়ে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন উপজেলা শাখা।
২৬ শেষ মার্চ মঙ্গলবার জোহর বাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে শশীগঞ্জ উত্তর বাজার জামে মসজিদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পরে শশীগঞ্জ উত্তর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে তজুমদ্দিন ডাকবাংলোর সামনে এসে শেষ হয়।
পড়ে সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটুক্তি করেছে তার ব্যাপারে আগামী সংসদ অধিবেশনে মাননীয় স্পিকার ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ঐ কটুক্তিকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাবো।
এসময়ে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদ, লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা রাশেদুল ইসলামসহ নেতাকর্মীরা।
এসময়ে উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি , তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম ও সেক্রেটারি মাওলানা নজিবুল্লাহ সরকার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাছনাইন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার বিভিন্ন নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে তজুমদ্দিন উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা।
পরে বিক্ষোভ মিছিল শেষে তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
0 coment rios: