ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলার সাবেক সভাপতি সাদেক মিয়ার ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক ও দোয়া
ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলার সাবেক সভাপতি আলহাজ্ব সাদেক মিয়ার ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক ও দোয়া
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য ও ভোলা জেলা সাবেক সভাপতি আলহাজ্ব মো. সাদেক মিয়া ভোলা সদরস্থ নিজ বাসায় সকাল ১১টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের মাগফিরাত কামনা করেছেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম বলেন, আলহাজ সাদেক মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত থেকে বিভিন্ন পর্যায়ের দায়িত্ব যোগ্যতার সাথে আঞ্জাম দিয়েছেন। জেল-জুলুম ও বাধা বিপত্তি মাড়িয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজ করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। তিনি ইসলামের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়েছেন। ভোলার কবরস্থান বড় মাদরাসা, মসজিদ প্রতিষ্ঠাসহ বিভিন্নভাবে ইসলামের খেদমত করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন মরহুমের সকল নেককাজকে কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সেইসাথে পরিবার পরিজনকে সবর করার তৌফিক দিন।
এদিকে আজ বৃহস্পতিবার বিকেলে বরিশালের চরমোনাই মাদরাসায় মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া করেন দলের আমীর হযরত পীর সাহেব চরমোনাই। এ সময় নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ছাড়াও চরমোনাইসহ মাদারাসা ছাত্র শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শরীক হন।
0 coment rios: