![HM Hasnain](https://scontent.fdac22-1.fna.fbcdn.net/v/t39.30808-1/416006269_880081777197709_154939429358989055_n.jpg?stp=c0.0.100.100a_dst-jpg_p100x100&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5740b7&_nc_eui2=AeE1vXaC76Wn4aeH1SiHx88wPA0hYTgoSx48DSFhOChLHoaIGsw60iX4KrFtvt_UiFH_sR-65nU7Kjc5WyAOBKbV&_nc_ohc=Q9xejqJsnMIAX8BJd2V&_nc_oc=AQm-NFxaSFcJsdaCDBoy79BXV4TOUM3aVqsxhZjrgnDqixnXHhI0H43DAi0_0nw6Zw8&_nc_ad=z-m&_nc_cid=0&_nc_ht=scontent.fdac22-1.fna&oh=00_AfD_J9n81jRYyQwtwJdS_dztZAFSNLSPJOuMlvYbsRBikg&oe=65C0109C)
তজুমদ্দিন উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃর্ফূত ভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিজ্ঞান প্রকল্প তৈরিতে সিনিয়র ক্যাটাগরিতে তজুমদ্দিন সরকারি কলেজ দ্বিতীয় স্থান অর্জন করে এবং তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ তৃতীয় স্থান অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুই দিন ব্যাপী এ অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিথীরা।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ বলেন, উন্নত এবং আধুনিক বিশ্ব ও দেশ গঠনে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। প্রযুক্তির ধারা অব্যাহত রাখতে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এসব অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবন বিষয়ে আগ্রহী হযে উঠবে এবং তাদের মাঝে প্রযুক্তির প্রসার ঘটবে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠানে চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য অর্জন করায় প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোশফিকুর রহমান আরিফ,অংশগ্রহনকারী শিক্ষার্থী, শিক্ষকমন্ডলীরা প্রতিষ্ঠানের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শেয়ার করুন
0 coment rios: