তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উদ্বোধন
এইচ এম হাছনাইন,তজুমদ্দিন ,ভোলা প্রতিনিধি
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানে ভোলার তজুমদ্দিন উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭) শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) দুপুর ২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তজুমদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য র্যালি পরবর্তী টুর্নামেন্ট শুভ উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ।
উদ্বোধনীয় খেলায় ৪ টি দল অংশগ্রহণ করবে, প্রথম পর্বে শম্ভুপুর ইউনিয়ন পরিষদ একাদশ বনাম সোনাপুর ইউনিয়ন পরিষদ একাদশ, দ্বিতীয় পর্বে চাঁচড়া ইউনিয়ন পরিষদ একাদশ বনাম চাঁদপুর ইউনিয়ন পরিষদ একাদশ,খেলায় প্রতিদ্বন্দীতা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ চন্দ্র দাস, চাঁদপুর ইউনিয়ন পরিষদ এর সচিব মেজবা উদ্দিন, প্যানেল চেয়ারম্যান শাহাজাহান,শম্ভুপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান হাফিজ উদ্দিন,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রমুখ।
উক্ত খেলা পরিচালনায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন, মো. ছালেহ উদ্দিন, তার সহযোগী ছিলেন মো.মোরশেদ আলম, মো.লোকমান।
0 coment rios: