তজুমদ্দিনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি
০২রা জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় ভোলার তজুমদ্দিনে নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নিবার্হী কর্মকর্তা শুভ দেবনাথ এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় উপজেলা সমাজসেবা কার্যালয় তজুমদ্দিন এর আয়োজনে ও যুব তারুণ্য ফাউন্ডেশনের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওয়াকাথন ও মুক্ত আড্ডায় বক্তব্য প্রদান করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা শুভ দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা,যুব তারুণ্য ফাউন্ডেশনের উপদেষ্টা হাছনাইন তানভীর।
বক্তারা বলেন, নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছর ২রা জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। সমাজসেবা মূলত আমাদের সমাজে গরিব দুঃখী মানুষের পাশে থেকে সহযোগিতা করা। আমাদের সমাজে বিত্তবানরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান না। তাই আমরা সমাজসেবা কার্যালয় এর মাধ্যমে গরীব অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করব।
এসময় ওয়াকাথন ও মুক্ত আড্ডায় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী মোহাম্মদ ইসমাইল,যুব তারুণ্য ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আরফিন রাহাদ, উপদেষ্টা আবিদ হাসান, আবদুল মমিন, সভাপতি মাঈনুদ্দিন খান,সাধারণ সম্পাদক এম সাকিবুল হাসান জিসান, গণমাধ্যম বিষয়ক সম্পাদক এইচ এম হাছনাইন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আল মামুন প্রমুখ।
0 coment rios: