তজুমদ্দিনে জামিআ হোসাইনিয়া মদিনাতুল উলুম ইসলামপুর মাদ্রাসার খতমে কোরআন, খতমে বোখারী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৫, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জামিআ হোসাইনিয়া মদিনাতুল উলুম ইসলামপুর মাদ্রাসার মোহতামিম হজরত মাওলানা মুফতি মোসলেহুদ্দিন ইসলাপুরীর সভাপতিত্বে মাদরাসার মসজিদে খতমে কোরআন, খতমে বোখারী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খতমে বোখারীতে দরস প্রদান করেন, প্রধান অতিথি এশিয়া উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিআ দারুল উলুম করাচী, পাকিস্তানের মুফতি ও মুহাদ্দিস এবং জামিআ করাচী,পাকিস্তানের শাইখুল হাদিস, আল্লামা মুফতি আব্দুল মান্নান সাহেব।
আমন্ত্রিত ওলামা মাশায়েখ এর মধ্যে উপস্থিত ছিলেন, লন্ডনের ইসলামী বিশিষ্ট ব্যক্তিত্ব ও জামিআ দারুল উলুম করাচী পাকিস্তান সাবেক উস্তাদ , মুফতি আব্দুল মুনতাকিম সাহেব, ইংল্যান্ডের বিশিষ্ট খতিবে সিরাত, হজরত মাওলানা সৈয়দ মুনাওয়ার আহমাদ মাহমুদি সাহেব,জামিআ রহমানিয়া সাত মসজিদ মোহাম্মদপুর ঢাকার মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মুফতি জিয়াউর রহমান সাহেব, ফয়জুল উলুম আজিমপুর ঢাকার উস্তাদুল হাদীস মাওলানা শহিদুল বিন খতিব উবায়দুল হক রহ. সাহেব, বায়তুল উলুম মাদ্রাসা ঢালকানগর ঢাকার সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষাসচিব মুফতি হাবিবুল্লাহ মিসবাহ সাহেব,জামিআ আশরাফিয়া মাদ্রাসা, কুমিল্লার মোহতামিম মুফতি শামছুল ইসলাম জিলানী সাহেব,জামিআ হোসাইনিয়া মদিনাতুল উলুম ইসলামপুর মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা জালালুদ্দিন কাসেমী সাহেব, মুফতি ও শিক্ষক মুফতি আবু জাফর সাহেব,আমলিলেহা জামে মসজিদ লালবাগ,ঢাকার খতিব মাওলানা গিয়াসউদ্দিন সাহেব।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস মাহমুদ চৌধুরী, সদস্য মাওলানা মাঈনুদ্দিন খান, মাওলানা মাঈনুদ্দিন ইসলাম,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি মুফতি হোসাইন আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি ও মাদ্রাসার শিক্ষার্থী জুবায়ের মাহমুদ, সহ-সভাপতি হাসনাইন, সেক্রেটারি জেনারেল হাছনাইন ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ শত শত মুসলিম তৌহিদী জনতা।
খতমে কোরআন,খতমে বোখারী ও দোয়া অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন, এশিয়া উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিআ দারুল উলুম করাচী, পাকিস্তানের মুফতি ও মুহাদ্দিস এবং জামিআ করাচী,পাকিস্তানের শাইখুল হাদিস, আল্লামা মুফতি আব্দুল মান্নান সাহেব।
0 coment rios: