এইচ এম হাছনাইন, তজুমদ্দিন,ভোলা প্রতিনিধি
গত ২৬ নভেম্বর ২০২৪ চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ২৭ নভেম্বর ২০২৪ বুধবার সকাল ১২ ঘটিকার সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তজুমদ্দিন উপজেলার ছাত্র জনতা । তজুমদ্দিন সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তজুমদ্দিন উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তজুমদ্দিন মধ্যবাজার জামে মসজিদের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুল , কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা ‘ইসকন, তুই সন্ত্রাসী, স্বৈরাচারের সাথী’, ‘বাংলাদেশে ইসকনের ঠাই নেই ঠাই নেই’, ইসকনের চামচারা, হুঁশিয়ার সাবধান, আমার ভাই আলিফ কবরে, খুনি কেন এখনো বাহিরে, আমার ভাই আলিফের হত্যার, বিচার চাই, বিচার চাই, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধানসহ ইত্যাদি স্লোগান দেন।
আন্দোলনকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে ফাঁসি কার্যকরের,সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ করা, ইসকনের অর্থের উৎস অনুসন্ধান ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় শিক্ষার্থীরা বলেন, ‘কে বা কারা অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করেছে তা আমাদের কাছে স্পষ্ট। তারা একজন মুসলমানকে হত্যা করেছে, হত্যা করেছে একজন সরকারি আইনজীবীকে। কোনো ধর্মীয় সংগঠনের এ ধরনের এ কাজ কিভাবে মেনে নেওয়া যায় । এই সংগঠনটি উগ্রবাদী সন্ত্রাসী ও জঙ্গি হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত। সনাতনিদের কোনোভাবেই ইসকনকে সমর্থন করা উচিত নয়।
সনাতনিদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, ‘ইসকনের বিরুদ্ধেও আপনাদেরও আওয়াজ তোলা উচিত। সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকন ও উগ্রবাদী হিন্দুত্ববাদকে নিষিদ্ধ করতে হবে। ৫ আগস্টে আমরা আপনাদের মন্দির পাহারা দিলাম আপনাদের সার্বিক নিরাপত্তা দিলাম আর আপনারা আমাদের মসজিদের উপর হামলা করেছেন মসজিদ ভাঙচুর করেছেন এবং আমাদের একজন আইনজীবীকে হত্যা করেছে তাদেরও আপনারা বিচার দাবি করতে হবে।
শিক্ষার্থীরা আরো বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সরকারি আইনজীবী হত্যার নজির নেই। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তাদের অর্থায়ন কোথা থেকে আসে তা আমাদের খুঁজে বের করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। খুনি শেখ হাসিনার মতো যারা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকায় ইসকনকে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। তাই বাংলাদেশেও এটি নিষিদ্ধ করতে হবে।
উল্লেখ্য যে, রাষ্ট্রদ্রোহের মামলায় সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকনের বহিষ্কৃত সাবেক নেতা জঙ্গি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করার পর মঙ্গলবার চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশ ও হিন্দু সম্প্রদায়ের সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকনের লোকজনের মধ্যে সংঘর্ষের মধ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে, কুপিয়ে প্রকাশ্যে হত্যা করা হয় এবং মসজিদ ও মুসল্লিদের উপর হামলা, ভাংচুর করা হয়।
0 coment rios: