ভোলায় বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
ভোলায় বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়। ভোলা বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ও ভোলা বার কাউন্সিলের সহ-সভাপতি ইলিয়াস হোসেন সুমনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিল ভোলা জেলা শাখার ২০২৫-২৬ সালের কমিটি গঠিত হয়। ল-ইয়ার্স কাউন্সিল সম্মেলন ২০২৪ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ হাফিজুর রহমান, প্রধান উপদেষ্টা বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিল ঝালকাঠি জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিল বরিশাল মহানগরী। এডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম ল-ইয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমীর মাস্টার জাকির হোসাইন, জেলা সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, সদর উপজেলা আমি মাওলানা কামাল হোসেন ও পৌরসভা আমীর জামাল উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন ভোলা জেলার স্বনামধন্য আইনজীবীগণ। বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিল ভোলা জেলা কমিটির সদস্যগণ হলেন- সভাপতি এডভোকেট আ ফ ম আব্দুল হামিদ, সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস সুমন, এডভোকেট মোঃ রমিজ উদ্দিন, এডভোকেট মোঃ মাহবুবুল ইসলাম, এডভোকেট মোঃ জিয়াউর রহমান। সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ। সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ এনামুল হক রায়হান, অর্থ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান (হাসনাইন)।
সদস্যগণ হলেন- এডভোকেট শফিউল্লাহ, এডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন, এডভোকেট মুহাম্মদ উল্লাহ, এডভোকেট আব্দুল হাই মামুন, এডভোকেট রফিকুল ইসলাম মিয়া, এডভোকেট মোঃ আবু সাঈদ খুদরী, এডভোকেট মোঃ সেলিম শরীফ, এডভোকেট মোহাম্মদ এনায়েত হোসেন, এডভোকেট মোঃ হাবিবুর রহমান মঞ্জু, এডভোকেট মোঃ আওলাদ হোসেন আসাদ, এডভোকেট আল আমিন (বাবুল)।
0 coment rios: