মহানবী সাঃ কে ভারতে অবমাননা করায় লালমোহনে ইসলাম প্রিয় তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নাহিদ ফরাজী, লালমোহন উপজেলা প্রতিনিধি
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মকে অবমাননা করে বক্তব্য প্রদান ও বিজেপি বিধায়ক নিতেশ রানা সেই অবমাননাকর মন্তব্যকে সমর্থন করায় তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার বাদ জুমা লালমোহন উপজেলাধীন আবুগঞ্জ বাজার মসজিদের সামনে থেকে ইসলামী তৌহিদী জনতার ব্যানারে এবং পার্শ্ববতী এলাকার মুসল্লিদের নিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভে ভারতবিদ্বেষী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারীদের কঠিন শাস্তি জানিয়ে বিভিন্ন রকমের স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ কারীরা ভোলা চরফ্যাশন মহাসড়কে অবস্থান নেয়। মিছিল শেষে আবুগঞ্জ বাজার আবুল হাসেম ফরাজী জামে মসজিদের সামনে সবাই সমবেত হয়। এ সময় বক্তারা বলেন, দুনিয়ার যেই প্রান্তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করা হবে আমরা এটা কঠিন ভাবে প্রতিহত করবো।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি দোয়া মোনাজাত এর মাধ্যমে শেষ হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরজগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নুরে আলম।
0 coment rios: