Monday, March 11, 2024

তজুমদ্দিনে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে স্বাগত র‌্যালি ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

 




তজুমদ্দিনে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে স্বাগত র‌্যালি ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ


১১ মার্চ সোমবার আসরের নামাজের পর পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলায় রেস্তোরাঁ বন্ধ, বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধের দাবিতে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এর দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে স্বাগত র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


 

উক্ত স্বাগত র‌্যালি ও সমাবেশ  থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলার নেতারা বলেন, রমজানে রেস্তোরাঁ বন্ধ ও অশ্লীলতা বেহয়পনাসহ সব ধরনের গুনাহ ছেড়ে দিয়ে ভালো কাজে নিয়োজিত করা এবং ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি কুরআন তেলাওয়াতসহ নফল ইবাদত পালনের আহ্বান জানিয়েছেন। একইসাথে ব্যবসায়ী ও সরকারকে দ্রব্যমূল্য কমানোর আহ্বান জানিয়েছেন নেতারা।

বাংলাদেশ মুজাহিদ কমিটি তজুমদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নজিবুল্লাহ  বিশ্ববাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন,  পবিত্র মাহে রমজানে দিনের বেলায় রেস্তোরাঁ বন্ধ, অশ্লীলতা বেহাপয়না ও পানাহার বন্ধ রাখতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম কমানো হলেও বাংলাদেশে এর ব্যতিক্রম। চাল, ডাল, তেল, শাক সবজিসহ সব পণ্যের দাম আকাশচুম্বী যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। মানুষের অনেক কষ্ট হচ্ছে। এভাবে মানুষকে কষ্ট দেয়া অন্যায়। সুতরাং সরকার ও ব্যবসায়ী ভাইদের বলব রমজানের সম্মানার্থে জিনিসপত্রের দাম কমান। আল্লাহ আপনাদের ব্যবসায় অধিক পরিমাণে বরকত দেবেন। নেতৃদ্বয় সরকারকেও বাজার নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নেয়ার আহ্বান জানান। 


ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলার নেতারা আরো  বলেছেন, সরকার ব্যবসায়ী ও মজুদদারদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। খেটে খাওয়া ও নিম্নবিত্ত মানুষের ব্যয়ের তুলনায় আয় বৃদ্ধি না পাওয়ায় সিয়াম সাধনায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবিলম্বে সরকারকে দ্রব্যমূল ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।



সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষার বিভিন্ন দাবি নিয়ে  র‌্যালিটি তজুমদ্দিন শশীগঞ্জ উত্তর বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে তজুমদ্দিন উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়। 

উক্ত দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি তজুমদ্দিন উপজেলার সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবুল কাশেম।



উক্ত স্বাগত র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি হাফেজ আলী আজগর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম হাছনাইন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাসনাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলার বিভিন্ন নেতাকর্মীসহ সর্বস্তরের মুসলিম জনতা।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: