Thursday, February 22, 2024

লালমোহনে “মহান শহীদ দিবস” ও “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”

 




লালমোহনে “মহান শহীদ দিবস” ও “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে, রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন, সকল সরকারি ও বেসরকারি ভবন, ব্যবসায়ীক প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন ও বিশেষ মোনাজাত, সকাল ৯ টায় ভাষা সৈনিক জনাব রোস্তম আলী দেওয়ান এর কবর জিয়ারত, সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


পরে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আ‘লীগ লালমোহন উপজেলা শাখা, মহিলা আ‘লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, তজুমদ্দিন উপজেলা প্রেসক্লাব, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।


উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে মানুষের ঢল নামে। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ সর্বস্তরের জনগণ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: