ভোলার চরফ্যাশনে রাতের আধারে ধান কাটার মেশিনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
এইচ এম হাছনাইন (ভোলা) প্রতিনিধি।
চরফ্যাশনে রাতের আধারে ধান কাটার মেশিন (হারভেস্টার) এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে । এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার ১৯ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক মাঝি বাড়িতে এঘটনা ঘটে। এঘটনায় পরিবারটির ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায় কয়েক মাস আগেই সরকারি ভর্তুকি পেয়ে হারভেস্টারটি কিনে আনেন মালিক আব্দুর রাজ্জাক।
রাজ্জাকের স্ত্রী নাজমা বেগম জানান, সবাই যখন ঘুমে হটাৎ করেই ঘরে আগুনের আলোতে ঘুম ভেঙে যায়। পরে দরজা খুলতেই দেখেন বাড়ির উঠানে রাখা ধান কাটার মেশিনে আগুন জ্বলছে। পরে ডাকচিৎকার করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মেশিনটি আগুনে পুড়ে গেছে।
এই ঘটনায় ক্ষতিগ্রস্থ আব্দুর রাজ্জাকের ছেলে মো: হাছানের দাবী স্থানীয় কবির মাঝি এঘটনা ঘটাতে পারে।কবির মাঝির উপর সন্দেহ করার কারণ জানতে চাইলে তারুণ্যের বার্তার প্রতিনিধিকে হাছান জানান, তারা যে হারভেস্টারটি কিনে এনে ব্যবসা করছেন, একই মেশিন কবির মাঝির রয়েছে। ব্যবসায়িক শত্রুতা উদ্ধার করতেই এ ঘটনা ঘটিয়েছে কবির।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ি কবির মাঝি ক্যামেরায় কথা বলতে রাজি হননি।তবে তিনি মুঠোফোনে তারুণ্যের বার্তা প্রতিবেদককে জানিয়েছেন ওই আগুনের বিষয়ে কিছুই জানে না সে। তার নামে অহেতুক মিথ্যা অভিযোগ করেছেন রাজ্জাক ও তার পরিবার ।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান, অভিযোগ পেয়েছেন তদন্ত করে অপরাধীকে সনাক্ত করার চেষ্টা চলছে।
0 coment rios: